জেএসসি ও জেডিসি পরিক্ষার ফল প্রকাশ করা হবে।

আজ ৩০ শে ডিসেম্বর রোজ শনিবার জেএসসি

ও জেডিসি পরিক্ষার ফল প্রকাশ করা হবে।

মোবাইলে এসএমএস এর মাধ্যমে জেএসসি-
জেডিসি পরীক্ষার ফলাফল ২০১৭ জানার পদ্ধতিঃ http://www.educationboardresults.gov.bd/index.php?err=103
[দুপুর ২টার পর]
➳যে কোন মোবাইল অপারেটর এর মেসেজ
অপশনে গিয়ে লিখতে হবে JSC অথবা JDC
➳এরপর একটি স্পেস দিয়ে আপনার বোর্ড এর প্রথম তিনটি অক্ষর লিখতে হবে। যেমনঃ
DHA = Dhaka Board |
COM = Comilla Board |
RAJ =
Rajshahi Board |
JES = Jessore Board |
CHI=
Chittagong
Board |
BAR = Barisal Board |
SYL = Sylhet Board |
DIN =
Dinajpur Board |
MAD = Madrassah Board |
TEC= Technical Board
➳ এরপর, একটি স্পেস দিন এবং আপনার রোল নম্বরটি লিখুন।
➳ এবার একটি স্পেস দিয়ে আপনার পরীক্ষার সাল
অর্থাৎ 2017 লিখুন।
➳ Example: JSC <স্পেস>DHA <স্পেস>123456
<স্পেস>2017
মাদ্রাসা বোর্ড এর ক্ষেত্রেঃ
JDC<স্পেস>MAD<স্পেস>123467<স্পেস>2017
➳ এবার মেসেজ টি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল
পুনঃনিরীক্ষণ এর পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন
জেএসসি-জেডিসি পরীক্ষার
পরিসংখ্যানঃ
উল্লেখ্য, ২০১৭ সালের জেএসসি-জেডিসি
পরীক্ষা গত ১ নভেম্বর থেকে শুরু হয়ে ১৮
নভেম্বর শেষ হয়। নির্ধারিত দিনগুলোতে সকাল ১০টা
থেকে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মোট ২৮ হাজার ৬২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন পরীক্ষার্থী এ দুটি পরীক্ষায় অংশ নেয়।
.
এছাড়া মোবাইলে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৭ এর ফলাফল দেখার নিয়মঃ
প্রাথমিক ও শিক্ষা সমাপনীঃ
DPE<space> আপনার উপজেলা/থানার কোড <space>রোল নম্বর<space>পাশের বছর
এরপর Send করুন 16222 নম্বরে।
উদাহরণ: DPE 20608 34589 2016 Send করুন 16222 নম্বরে।
ইবতেদায়ী শিক্ষা সমাপনীঃ
মাদ্রাসা বোর্ডের প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষার ফলাফল পেতে শুধু DPE এর স্থলে EBT লিখতে হবে। বাকি নিয়ম অপরিবর্তিত থাকবে।
উদাহরণঃ EBT 20608 34589 2016 Send করুন 16222 নম্বরে।
Share:
spacer

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন