একাদশ শ্রেণিতে ভর্তির ১ম মেধা তালিকার ফলাফল ও ফলাফল পরবর্তী প্রয়োজনীয় তথ্য জেনে নিন এখান থেকে

২০১৮-১৯ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক স্তরে সরকারি-বেসরকারি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির ১ম মেধা তালিকার ফলাফল ০৯ জুন ২০১৮ তারিখ প্রকাশ করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের ১১/০৬/২০১৮ হতে ১৮/০৬/২০১৮ তারিখের মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ১৮৫/= টাকা (রকেট অথবা টেলিটক অথবা শিওরক্যাশ -এর মাধ্যমে) জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির তারিখ ২৭/০৬/২০১৮ হতে ৩০/০৬/২০১৮।

ফলাফল দেখার উপায়ঃ
  • অনলাইনে রোল, বোর্ড, পাসের সন ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবে।
  • আবেদনের সময় প্রদত্ত নম্বরে এসএমএস করেও ফলাফল জানিয়ে দেওয়া হবে।
প্রকাশ হওয়ার পর উক্ত ফলাফল শিক্ষা বোর্ড এর ওয়েবসাইটের পাশাপাশি আপনাদের সুবিধার্থে সরাসরি লেখাপড়াবিডি.কম থেকেও জানা যাবে….
ফলাফল দেখতে আপনার রোল নম্বর লিখে বোর্ড ও পাশের সাল বাছাই করে রেজিস্ট্রেশন নম্বর লিখুন এবং ৫ম ঘরে প্রদর্শিত সংখ্যাটি বসানঃ

ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সময়সীমাঃ
১ম মেধা তালিকার ফলাফল প্রকাশঃ ১০ জুন
শিক্ষার্থীর Selection নিশ্চয়নঃ ১১ থেকে ১৮ জুন পর্যন্ত
২য় পর্যায়ের আবেদনের সময়সীমাঃ ১৯ মে থেকে ২০ জুন পর্যন্ত
পছন্দক্রম অনুযায়ী ১ম মাইগ্রেশনের ফল প্রকাশঃ ২১ জুন
২য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চিত না করলে ২য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে): ২২ থেকে ২৩ জুন পর্যন্ত।
৩য় পর্যায়ের আবেদনের সময়সীমাঃ ২৪ জুন
পছন্দক্রম অনুযায়ী ২য় মাইগ্রেশনের ফল প্রকাশঃ ২৫ জুন
৩য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চিত না করলে ৩য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে): ২৬ জুন পর্যন্ত
ভর্তির সময়সীমাঃ ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত
ক্লাশ শুরুর তারিখঃ ০১ জুলাই ২০১৮

সূত্র:/lekhaporabd.com
Share:
spacer

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন